সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিকে মাটিতে পুঁতে ফেলা হবে: জামায়াতের আমির | চ্যানেল খুলনা

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিকে মাটিতে পুঁতে ফেলা হবে: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের ৫৬ হাজার বর্গমাইলের কোথাও চাঁদাবাজির অস্তিত্ব সহ্য করা হবে না। আমাদের যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তাহলে দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে এমনভাবে স্বাধীন করা হবে, যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।’

শনিবার (২৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এ পথসভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘এ দেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়তে পারে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। আগামী নির্বাচনে “হ্যাঁ” ভোট বা ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানে হলো বিগত দীর্ঘ সময়ে জালিমের হাতে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি যথাযথ সম্মান জানানো।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে ঘুষখোররা ঘুষ নিতে লজ্জা পাবে এবং অপরাধীরা অপরাধ ছেড়ে সম্মানজনক পেশায় ফিরে আসবে।’

পথসভায় শফিকুর রহমান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ মাওলানা মো. দবিবুর রহমানের হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং উপস্থিত জনতার কাছে তাঁর পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা কমিটির সহসভাপতি আব্দুর রহমানসহ বগুড়া এবং শেরপুর ও ধুনট উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য সমস্যার অনেকাংশ সমাধান, এটাই আমার প্ল্যান: তারেক রহমান

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিকে মাটিতে পুঁতে ফেলা হবে: জামায়াতের আমির

ভারতের পক্ষের শক্তি পালিয়েছে, আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে: সালাহউদ্দিন

আমাদের কোনো কার্ড নাই, আপনারা ভাইবোনেরাই আমাদের কার্ড: জামায়াত আমির

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।