সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশবাসী এখন পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনব: গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

দেশবাসী এখন পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনব: গোলাম পরওয়ার

দেশবাসী এখন পরিবর্তন চায়। যারা দীর্ঘ ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তারা পরীক্ষিত ও ব্যর্থ। আমরা বিশ্বাস করি ‘উই উইল ব্রিং দ্য চেঞ্জ’। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে ছিল ব্যস্ততা ও রাজনৈতিক উত্তাপ। এ দিন সকাল সাড়ে ৯ টার দিকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি নিয়ে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

এদিন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। খুলনা-৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস ও এডভোকেট সরদার ফিরোজ কবীর। খুলনা-৬ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান। খুলনা-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুনাইন হেলাল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান। খুলনা-১ আসন থেকে জামায়াত মনোনীত কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও হরিণটানা থানা আমীর আব্দুল গফুর। সর্বশেষ বিকেলে খুলনা-৪ আসন থেকে মাওলানা কবিরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক, তেরখাদা উপজেলা আমীর মো. হাফিজুর রহমান, রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, দিঘলিয়া উপজেলা সেক্রেটারি মুশফিকুর রহমান ও এডভোকেট হুসাইন।

এ ছাড়া খুলনা-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আঞ্চলিক নির্বাচন অফিস খুলনা ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রার্থীর প্রস্তাবক মাস্টার শফিকুল আলম, বিএল কলেজে ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন ও মুনসুর আলম চৌধুরী।

মনোনয়ন দাখিল শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। গতকাল আরও দুটি দল যুক্ত হওয়ায় জোটের সংখ্যা দাঁড়িয়েছে দশে। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতি ও রিগিংয়ের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে আলোচনা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ধর্ম নয় ন্যায়, ইনসাফ ও সুশাসনই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি। ভিন্ন ধর্মাবলম্বীরাও এই দর্শন সমর্থন করলে জামায়াতে যুক্ত হতে পারেন।

নিজের প্রতিক্রিয়ায় কৃষ্ণ নন্দী বলেন, হিন্দু, বৈদ্য, খৃষ্টান ও মুসলমানসহ সব ধর্মের মানুষের কাছ থেকেই তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং খুলনা-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজে খুলনার কার্যনির্বাহী কমিটির সভায় ৩০ জনকে সদস্য পদ প্রদান

দেশবাসী এখন পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনব: গোলাম পরওয়ার

কুয়েটে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কল্যাণমুখী রাষ্ট্রে নেতৃত্ব দেবেন তারেক রহমান- মঞ্জু

খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

খুবি উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।