সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে : তুহিন | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গা থানার বিভিন্ন পুজামন্ডপে তুহিন

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে : তুহিন

বাংলাদেশে বসবাসকারী মানুষদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিল না এবং ভবিষ্যতেও ভেদাভেদ করব না। হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে যোগ দেন; মুসলিমদের ঈদের উৎসবেও একইভাবে সকলে অংশগ্রহণ করেন। মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চন্ডিদাসের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহা চন্ডীতে উল্লেখ আছে, ত্রেতা যুগে ভগবান রাজা রাম চন্দ্র দশানন রাবণের সঙ্গে যুদ্ধে রত হন। পাপের বিনাশের লক্ষ্যে দেবী আদ্যাশক্তি মহামায়ার কাছে শক্তি বৃদ্ধির আশায় শরৎ কালে তার পূজা করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে উদ্ধার করেন ও রাবণকে হত্যা করতে সক্ষম হন রাম চন্দ্র। সেই থেকে পৃথিবীতে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করে আসছেন।

তিনি বয়রা পুজো খোলা, কালিবাড়ি মন্দির এবং শ্মশান ঘাট মন্দিরে পরিদর্শন করে এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ সাবেক ছাত্রদল নেতা শ্যামল কুমার রায়, অ্যাডভোকেট সমীর ঘোষ, ইঞ্জিনিয়ার গণেশ সিংহ, বিভূতিভূষণ মন্ডল, নিতাই কুমার সদ্দার, ঝন্টু মন্ডল খোকন বৈরাগী, সুদীপ্ত রায়। বিএনপি নেতৃবৃন্দের ভিতর উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, শ্রমিক দল খুলনা মহানগরীর আহবায়ক মুজিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোস্তফা কামাল নজরুল ইসলাম, মিজানুর রহমান, আজিজুর রহমান, আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, আলম হাওলাদার, লাবু বিশ্বাস, জাহিদুল ইসলাম খোকন, মোল্লা সোহরাব, ইয়াজুল ইসলাম এপোলো,আবুল আহসান খোকন, মফিজুর রহমান, তরিকুল ইসলাম বাকার, ইসলাম বিশ্বাস, সাকুরুল ইসলাম সুমন, হায়দার আলী, ওয়াজিউদ্দিন সান্টু, শাহীন, ইয়াসিন মোল্লা, সুলতান আহমেদ, ফরহাদ বক্শী,সাগর আহমেদ, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী মুন্নী জামান, যুবদল নেতা,ফারুক খান, বেলাল হোসেন, শরিফুল ইসলাম বাদল, মীর সুমন, কাজল খান, খান আনিসুর রহমান, মিজানুর রহমান, মামুনুর রহমান শান্ত, মাসুম পারভেজ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আবুল বাশার, আম্বার মোড়ল মিকাইল হোসেন মোল্লা মাসুদ হোসেন, রিপন হোসেন,মাসুদুর রহমান, ইমামুল মোসাদ্দেকিন মোহর,আব্দুল কাইয়ুম, ইব্রাহিম হোসেন, মাসুম রাজু, নুরুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

দেশি- বিদেশী ষড়যন্ত্র দায়িত্বশীলদেরই মোকাবেলা করতে হবে : আব্দুল খালেক

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : মির্জা ফখরুল

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

আমির হোসেন আমু গ্রেপ্তার

গুমের পর গুলি করে পঙ্গু : অভিযোগ দিতে ট্রাইব্যুনালে শিবির নেতারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।