দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই মন্তব্য করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শেিষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দুর্গাপূজায় বিএনপির হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। কেননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। তিনি দলের প্রত্যেকটি নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করতে বলেছেন। সারা দেশে আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে চাই।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় মহানবমীতে নগরীর বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবাই একটা কথা মনে রাখবেন দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী’র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় বিএনপি মহানগর শাখার সাবেক যুগ্ম আহবায়ক বেগম রেহেনা ঈসা, হাফিজুর রহমান মনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।