সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুদক কর্তৃক ওজোপাডিকোর সকল দুর্নীতি-অনিয়মের তদন্ত পূর্বক ব্যাবস্থা ও শাস্তির দাবিঃসংগ্রাম কমিটির মানব বন্ধনে বক্তারা | চ্যানেল খুলনা

দুদক কর্তৃক ওজোপাডিকোর সকল দুর্নীতি-অনিয়মের তদন্ত পূর্বক ব্যাবস্থা ও শাস্তির দাবিঃসংগ্রাম কমিটির মানব বন্ধনে বক্তারা

খুলনা অফিসঃপদ্মার এপারের একুশ জেলায় বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: শফিক উদ্দিনকে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা উল্লেখ করে এ পর্যন্ত সংঘটিত ওজোপাডিকোর সকল প্রকার দুর্নীতি-অনিয়মের তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি করেছেন প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি, খুলনা’র নেতৃবৃন্দ। একইসাথে ওজোপাডিকোর এমডির অপসারণ দাবি করেন বক্তারা। সোমবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এক মানব বন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। একইসাথে বক্তারা বলেন, প্রি পেইড মিটার নামক যন্ত্রদানব খুলনার গ্রাহকদের ওপর চাপিয়ে দিয়ে বিপুল অংকের অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে ওজোপাডিকো। প্রি পেইড মিটার ক্রয়ের সাথেও যেমন রয়েছে দুর্নীতি তেমনি খুলনায় স্থাপিত প্রি পেইড মিটার কোম্পানীর বিরুদ্ধেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। খুলনায় এসেম্বল হওয়া প্রি পেইড মিটার জনগনের জন্য আর একটি ভোগান্তির কারণ হবে বলেও বক্তারা মনে করেন। সংগ্রাম কমিটির আহবায়ক ও খুলনা বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ ও শরীফ শফিকুল হামিদ চন্দন, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, সাংস্কৃতিক কর্মী শাহীন জামাল পন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মালিক সরোয়ার হোসেন, বাসদ নেতা জনার্দ্দন দত্ত নান্টু, নারীনেত্রী শামীমা সুলতানা শীলু, মানবাধিকার কর্মী এড. মোমিনুল ইসলাম, সিরাজুদ্দিন সেন্টু প্রমুখ। মানব বন্ধনে বক্তারা আরও বলেন, প্রি পেইড মিটারে কি পরিমাণ জালিয়াতি হচ্ছে তার প্রমাণ মিলবে শুধুমাত্র মিটার ভাড়া আদায় সংক্রান্ত বিষয়টিকে ঘিরেই। কেননা কতদিন পর্যন্ত মিটার ভাড়া নেয়া হবে তা নির্দিষ্ট করে কোথাও বলা নেই। তাছাড়া পত্র-পত্রিকায় লেখালেখির পর গত ৩০ এপ্রিল থেকে ১% রিবেট দেয়া হলেও আগের দু’বছরের আদায়কৃত দু’শ কোটি টাকা বিদ্যুৎ বিলের দু’কোটি টাকার রিবেটের কি হবে সেটিও স্পষ্ট করে বলা হচ্ছে না। এতে খুলনার প্রি পেইড মিটার গ্রাহকরা শংকিত। ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে ওজোপাডিকোতে দুর্নীতির ১২টি খাত উল্লেখ করা হয়েছে জানিয়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত ওজোপাডিকোর দুর্নীতির যাতাকলে নিষ্পেষিত হচ্ছে সাধারন গ্রাহকরা। যা দেখার বা শোনার কেউ নেই। প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ’ নামক বিশেষ উদ্যোগ বাস্তবায়ন নিয়েও মানুষের মধ্যে সংশয় রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যেভাবে ওজোপাডিকোতে দুর্নীতি-লুটপাট শুরু হয়েছে তাতে অচিরেই এ প্রতিষ্ঠানটি একটি দেউলিয়া প্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলেও বক্তারা আশংকা করেন। এজন্য এখনই স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা প্রি পেইড নামক যন্ত্রণা থেকে খুলনাবাসীকে রক্ষার দাবি জানান। সংগ্রাম কমিটি ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য বরাবর স্মারকলিপি পেশ, ২০ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ২০ থেকে ২৩ জুন পর্যন্ত কেসিসি মেয়র ও সংসদ সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডে ওজোপাডিকোর প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে কমিটি গঠন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন : মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।