সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দিগরাজে ভূমিদস্যু চাচা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে খুলনায় বৃদ্ধার সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ

দিগরাজে ভূমিদস্যু চাচা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে খুলনায় বৃদ্ধার সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা ডেস্কঃ মোংলার দিগরাজের (হাজিবাড়ী) চিহ্নিত ভূমিদস্যু ও সৎ চাচা মো. মহিউদ্দিন শেখের বিরুদ্ধে ভাইজির জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। পৈত্রিক জমির দখল বুঝে পেতে বৃদ্ধা ভাইজি মোসা: আমেনা বেগম (৬৫) মঙ্গলবার বেলা
১২টায় দু’ ছেলেকে সঙ্গে নিয়ে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন- চাচা ও তার ছেলেকে জমির দখল করতে নিষেধ করলেও তারা শোনেনি। উপরন্তু অবৈধ দখলের কাজ বন্ধ না করে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা আমাদের ‘জমিতে গেলে ঝুলিয়ে দিব, জমি চিরতরে দিয়ে দেব’ ইত্যাদি বলে হুমকিও দেয়। এ ঘটনায় আমি আমার ছেলে-মেয়েদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
সংবাদ সম্মেলনে দিগরাজের (হাজিবাড়ী) মৃত শাহাজদ্দিন শেখের মেয়ে আমেনা বেগম উল্লেখ করেন, মহিউদ্দিন শেখ আমাদের পিতা মরহুম শাহাজদ্দিন শেখ এর একমাত্র সৎ ভাই। আমাদের পিতা ও সৎ চাচা মহিউদ্দিন শেখ ওয়ারেশসূত্রে (দানপত্র দলিলমূলে) সমান অংশে ভোগদখলে থাকা অবস্থায় আমাদের দুই বোনকে ওয়ারেশ রেখে আমাদের পিতা শাহাজদ্দিন শেখ মৃত্যুবরন করেন। আমাদের পিতার কোন পুত্র সন্তান না থাকায় এবং আমি নিজ স্বামীর বাড়িতে থাকার সুবাদে আমার সৎ (বৈমাত্রেয়) চাচা সকল সম্পত্তি ভোগ দখল করে আসছেন। আমি বহুবার চাচার নিকট আমাদের পিতার অংশের জমির হিসাব ও দখল বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি, কিন্তু
তিনি কোন ভাবেই দিচ্ছেন না। উপরন্তু আমাদের দখলে থাকা পিতার বসত ভিটার ০.২৩ শতক জমির আমার অংশে আমার চাচার নির্দেশে তার পুত্র ওমর ফারুক শেখ গত ১৮ নভেম্বর টিনের ঘর বেড়া দিয়ে ঘিরে নেয় এবং আমার রেকর্ডকৃত ৬৯.২৫ একর
জমি স্থায়ী ভাবে দখলের চেষ্টা করছে। জমি দখলের খবর পেয়ে আমি আমার ছেলেদের নিয়ে তাদেরকে অবৈধ দখল করতে নিষেধ করলেও তারা শোনেনি। উপরন্তু অবৈধ দখলের কাজ বন্ধ না করে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি সর্বশেষ গত ২৭ ডিসেম্বর আবারও গিয়ে কাজ বন্ধ করতে বললে তারা আমাদের হুমকি দেয় এবং ভয়ভীতি দেখায়।
সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, শরীকদের জমি দখলের কারণে অনেকেই আমার চাচা মহিউদ্দিন শেখকে ভূমিদস্যু বলে আখ্যায়িত করলেও আমি চাচা হিসাবেই জানি। তাছাড়া তিনি বারবার আমাকে ও আমার ছেলেদের হুমকি-ধামকি, ভয়ভীতি, হামলা-মামলা এবং ঝুলিয়ে দিতে চাচ্ছেন কেন? ইতিমধ্যে তিনি অনেক সম্পত্তি বিক্রিও করেছেন। তিনি বলছেন, আমি কিনেছি তারপর আমার সম্পত্তি আমি বিক্রি করেছি। কিন্তু কাগজপত্র নিয়ে বসলে প্রমাণ হয়ে যাবে সকল কিছুই ভূয়া।
বৃদ্ধা আমেনা বেগম আবেগতাড়িত কণ্ঠে বলেন, আমি ওয়ারিশসূত্রে জমি না পেলে চাইনা। কোন ভাবেই আমার পিতা ও দাদার ওয়ারিশি সম্পত্তি থেকে আমি বঞ্চিত হতে চাইনা। এমতাবস্থায় আমার বৈমাত্রেয় চাচার অবৈধ দখল বন্ধ করতে না পারলে আমি পৈত্রিক সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হবো। তিনি পৈত্রিক বসতভিটাসহ জমির নিজ অংশ ভোগ দখলের লক্ষে ন্যায়সঙ্গত প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার ছেলে অধ্যাপক আব্দুল আলিম ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।