সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দাকোপে শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

দাকোপে শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের স্মরণে উপজেলার ডাকবাংলা চত্বরে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশে এর দাকোপ উপজেলার আহবায়ক মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান। প্রধান অতিথি বলেন ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করেছে দেশ। মানুষ সুখে-শান্তিতে ও নিরাপদের সাথে বসবাস করবে। তিনি সকল ধর্মের সংখ্যানুপাতিক হারে চাকুরী নিশ্চিতের দাবি ও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন।জেলা শাখা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, দলীয় সম্ভব্য সাংসদ প্রার্থী মাওলানা আবু সাইদ, জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব, দ্বীন কায়েম সংগঠন জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ ফরহাদ মোল্লা,সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি মুহাঃ রেজাউল করিম, দ্বীন কায়েম সংগঠন দাকোপ উপজেলা সদর মাওলান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাষ্টটার ফিকুল ইসলাম। সাংসদ প্রার্থী মাওলানা আবু সাইদ বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আওয়ামী লীগ দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে সঙ্কটে নিপতিত করতে চাচ্ছে। শেখ হাসিনা দেশত্যাগ করেছে। এখন দেশবাসীর তাদের পক্ষ নেয়া থেকে বিরত থাকা উচিত।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তাবারক হুসাইন, মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ আব্দুল কাদের, আবু দাউদ, হাফেজ মোঃ উসমান কারিম, মুফতি ফেরদাউস গাজী, মোঃ আল মামুন, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাহ, আলহাজ্ব মামুন, মাওলানা খালিদ, মাওলানা মোহাঃ আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর সবুর, মাওলানা জিয়াউল হক, মাওলানা মোহাঃ আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম,মামুন আর রশিদ, আবু ইউসুফ গাজী, মুফতি মানসুরুল হক, শ্রমিকনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ছাত্র নেতা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মাদ ফজলুল করিম, মোহাঃ আরাফাত জামিল,মুরসালিন, ইবরাহিম খলিল প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু

জামায়াতের আয় সবচেয়ে বেশি, এরপর বিএনপি-জাপা

আগামী নির্বাচন বিএনপির জন্য একটি অগ্নিপরীক্ষা : মেজর হাফিজ

নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু

জামায়াত আজেবাজে থিওরি দিয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে: মেজর হাফিজ

সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় ইউনূসের: ফারুক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।