দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় এবং মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিস্কৃতরা হলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।