সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
থানার ভেতর অভিনেত্রীকে শারীরিক নির্যাতন চালায় পুলিশ | চ্যানেল খুলনা

থানার ভেতর অভিনেত্রীকে শারীরিক নির্যাতন চালায় পুলিশ

সপ্তাহদুয়েক আগে সোনা পাচারের অভিযোগে দুবাই থেকে ফেরার সময় ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। এসময় তার পোশাক ও বেল্টের ভেতর থেকে অন্তত ১৪ কেজি সোনা পাওয়া যায়।

ভারতীয় বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়ার পর অকথ্য অত্যাচার করার অভিযোগ করেছেন অভিনেত্রী রান্যা রাও। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন তিনি। এ বিষয়ে ডিআরআইয়ের এডিজির কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন।

রান্যার অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। হেফাজতে থাকাকালীন তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হয়েছে।

রান্যা বলেন, “গ্রেপ্তারের মুহূর্ত থেকে আদালতে হাজির করানো পর্যন্ত একাধিকবার আমাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। জেরার নামে ১০-১৫ বার চড় মেরেছেন তদন্তকারীরা। এরপরেও আমি তাদের লিখিত বিবৃতিতে সই করতে রাজি হইনি। কিন্তু তাতে উল্টো শারীরিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। শেষমেশ আমাকে ৫০-৬০টি টাইপ করা পৃষ্ঠা এবং প্রায় ৪০টি সাদা পাতায় স্বাক্ষর করতে বাধ্য করেন ডিআরআই কর্মকর্তারা।”

এ ছাড়াও রান্যা জানিয়েছেন, গ্রেপ্তারের পর টানা ২৪ ঘণ্টা তাকে কোনো খাবার কিংবা পানি দেওয়া হয়নি। ঘুমাতেও দেওয়া হয়নি। একটানা চলেছিল জিজ্ঞাসাবাদ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে অতিথি চরিত্রে তিন খান

ভেনিসে দ্বিতীয় সেরা পুরস্কার জিতল গাজায় শিশুহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র

তিন দশক পর একসঙ্গে রজনীকান্ত ও মিঠুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।