সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
তিন ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক | চ্যানেল খুলনা

তিন ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। খুলনা রেল স্টেশন মাষ্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেয় তারা।

শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. হানিফ আকাশ বলেন, আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মানতে হবে বলে জানান তারা। শুধু আশ্বাস নয়, আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি।

খুলনা রেল স্টেশনমাস্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে ১২টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একে একে চিত্রা, রকেট ও মহানন্দা ট্রেন ছেড়ে যায়।

এর আগে ৬ দফা দাবিতে সকাল ৯টার পর খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘণ্টা সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে যাত্রীরা।

তাদের দাবিগুলো হলো- বেসরকারি পলিটেকনিকসমূহের ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

বাড়ি বাড়ি পুলিশী তল্লাশির প্রতিবাদে ফুলবাড়িগেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডুমুরিয়ায় আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন

খুবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সোনাডাঙ্গা ও খালিশপুর থানা তাঁতীদলের আংশিক কমিটি গঠন

খুলনার জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনে মাতলো নগরবাসী

কুয়েট ভিসি ও প্রো-ভিসির অপসারণে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।