সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় লোকসমাজের দুই যুগ পদাপর্ণে প্রতিষ্ঠাবাষির্কী পালিত | চ্যানেল খুলনা

তালায় লোকসমাজের দুই যুগ পদাপর্ণে প্রতিষ্ঠাবাষির্কী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার তালায় দৈনিক লোকসমাজ পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাব হলরুমে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও লোকসমাজ পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা সেলিম হায়দার। তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ ফয়সাল ও সদস্য কাজী লিয়াকাত হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, আইডিয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মির্জা আতিয়ার রহমান, তালা থানার এসআই প্রীতিশ কুমার।
এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম, নুর ইসলাম, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আব জাফর বাবু, সুমন রায় গণেশ, সাংবাদিক সৈয়দ মারুফ, বিল্লাল হোসেন, ইমরান হোসেন লোকসমাজের পাঠক সরদার আহম্মাদ, কামাল হোসেন,জিকু মোঃ গাজী রহমানসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে লোকসমাজের প্রয়াত প্রকাশক তরিকুল ইসলাম ও পত্রিকার সাবেক তালা উপজেলা সংবাদদাতা হাবিবুর রহমান শিমুসহ লোকসমাজ পরিবারের যে সকল সাংবাদিকরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকসমাজ দক্ষিণ পশ্চিমঞ্চালের মানুষের হ্নদয়ের স্পন্দন। পত্রিকাটি সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের কন্ঠস্বর মানুষের সকল গণতান্ত্রিক আন্দোলনের লোকসমাজের ভূমিকা অপরিসীম।
জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস, মাদক নিমূলে লোকসমাজ অকুতোভয় ভূমিকা পালন করেছেন উল্লেখ করে বক্তারা লোকসমাজের উত্তরোত্তর শ্রীবৃদ্বি কামনা করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গণভোট উপলক্ষে নারী সমাবেশ ও জনসচেতনতামূলক সভা

সাতক্ষীরা–৪ আসনে দুই দল থেকে বাবা–ছেলের মনোনয়নপত্র জমা

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা

তালায় সাবেক জেলা পরিষদ সদস্যের মাকে পিটিয়ে হত্যাচেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

মাগুরায় সড়ক তারেক রহমানের সংবর্ধনায় তালা থেকে যোগ দেবেন ১০ হাজার নেতাকর্মী

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।