সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড় | চ্যানেল খুলনা

তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড়

সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে একটি বেগুন গাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা,শুধু তাই নয়, গাছে ঝুলছে ২০ থেকে ২৫টি টসটসে বেগুন। অস্বাভাবিক লম্বা এই বেগুন গাছের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কৌতূহলী মানুষ প্রতিদিন দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছে গাছটি দেখতে ও ছবি তুলতে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঝিয়াড়া গ্রামের মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার প্রায় ১৪ মাস আগে তার দোকানের সামনে বেগুন গাছটি লাগিয়েছিলেন। স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের এই বেগুন গাছটি দিন দিন বেড়ে এখন ১২ ফুট উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে গাছে ঝুলছে ২০–২৫টি বেগুন। গাছের উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা লগি।

জয়নুদ্দীন সরদার বলেন, প্রায় ১৪ মাস আগে গাছটি লাগিয়েছিলাম। ভাবিনি যে এত লম্বা হবে। এখন পর্যন্ত প্রায় ৪–৫ কেজি বেগুন তুলেছি। খেতেও দারুণ সুস্বাদু।

স্থানীয় বাসিন্দা শিমুল গাজী বলেন, এত লম্বা বেগুন গাছ আমি জীবনে দেখিনি। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসে। এটা এখন আমাদের গ্রামের আকর্ষণ হয়ে উঠেছে।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্থানীয় ‘শয়লা’ জাতের একটি বেগুন গাছ। সঠিক পরিচর্যার কারণে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।

অস্বাভাবিকভাবে লম্বা এই বেগুন গাছ এখন মাঝিয়াড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ১২ ফুট লম্বা বেগুন গাছ, দেখতে মানুষের ভিড়

তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

তালায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি পালন!

তালায় পেশাজীবিদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

তালায় শান্তিপূর্ণ পূজা উদযাপনের আহ্বান হাবিবুল ইসলাম হাবিবের

সাতক্ষীরায় জুয়েলারী ব্যবসায়ির বাড়িতে দুর্ধর্ষ চুরি, কোটি টাকার মালামাল লুট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।