সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল! | চ্যানেল খুলনা

তালায় স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল!

সাতক্ষীরার তালা উপজেলার ৮ টি ইউনিয়নে ১০ টি পদে গ্রামপুলিশ নিয়োগ স্বচ্ছতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। শনিবার (২২ ফেব্রয়ারি ) রাত ৯.৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।

এই দিন দুপুর ১২.৩০ মিনিটে তালা শহীদ আলী আহম্মদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে চাকুরী প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৮ টি ইউনিয়নের ৩৯ জন চাকরী প্রত্যাশী অংশগ্রহণ করেন। ১০ পদের বিপরীতে ৫২ জন আবেদন করেন। প্রাথমিক বাঁচাই এ আবেদন পত্রে ত্রটি থাকায় ২ জন বাদ পড়েন।

স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে সহযোগীতা করেন, তালা থানা অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার এস আই মো. কাছেদ মুন্সি, উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার, আনছার ভিডিপি কর্মকর্তা তহমিনা আক্তার প্রমুখ।

জালালপুর ইউপি চেয়ারম্যান, এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন মোল্লা, তালা সদর ইউপির প্যালেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুমিরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম, সরুলিয়া ইউপি’র মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।

নিয়োগ পরীক্ষা প্রভাবমুক্ত করতে ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে খুব গোপন ভাবে প্রশ্নপত্র তৈরী করা হয়। এই প্রশ্ন পত্রে খুব কঠোর ভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে ২ জন কর্মকর্তাদের মাধ্যমে নাম্বারপত্র তৈরী করা হয়। এসময় প্রতিটি খাতা ও নম্বরপত্র উপজেলা কর্মকর্তা নিজেই পরীক্ষা করেন। পরীক্ষার খাতায় নম্বরপত্র তৈরীতে নাম ছাড়াই আধুনিক সিম্বল ব্যবহার করা হয়। যাতে কেহ কাহারো দ্বারা প্রভাবিত না হতে পারেন। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত তালিকা তৈরী করা হয়।

চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, অনেক দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমার সময়ে কয়েকজন গ্রাম পুলিশ নিয়োগ হয়েছে কিন্তু এমন কঠোর ও কঠিন নিয়ম কখনো চোখে পড়েনি। প্রশ্ন পত্র তৈরী থেকে শুরু করে ফলাফল পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কাউকে বাইরে যেতে দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই সকল উত্তরপত্র যাচাই বাছাই করেছেন। একেবারে প্রভাবমুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্য ফোন ও হয়াটসএ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

তালায় বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল সরদার (হাসিদ) এর জানাজা ও দাফন সম্পন্ন

তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

তালায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ তিনজন আহত

তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।