সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শোক প্রকাশ | চ্যানেল খুলনা

তালায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শোক প্রকাশ

তালা সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বকর (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মৃতঃ আলীবক্স মোড়লের পুত্র এবং তালা উপজেলা জেএসডি’র সভাপতি ছিলেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসন্তান রেখে গেছেন। তালা উপজেলা (ভারপ্রাপ্ত ) নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তযোদ্ধা মোড়ল আব্দুর রশীদ, জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, জেলা জেএসডি সভাপতি মীর জিল্লুর রহমান, জেএসডি নেতা গোবিন্দ ভদ্র প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শোক প্রকাশ : বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেসক্লাব, তালা জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা জেএসডি সভাপতি মীর জিল্লুর রহমান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল,যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান , ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, রিয়াদ হোসেন, সৈয়দ মারুফ হোসেন, সন্তোষ ঘোষ, মুকুল হোসেন, সৌমেন মজুমদার, সেলিম হোসেন, সেফালুর আলম লিটন, তাপস সরকার, আসাদুল ইসলাম শেখ বিল্লাল হোসেন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

দুই সাংবাদিকের মৃত্যুতে খুলনা পিআইডি’র শোক

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাইয়ের ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় খুবি উপাচার্যের শোক

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।