সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় পূজামণ্ডপে প্রতিমার ক্ষতিসাধন, প্রশাসনের পরিদর্শন | চ্যানেল খুলনা

তালায় পূজামণ্ডপে প্রতিমার ক্ষতিসাধন, প্রশাসনের পরিদর্শন

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্বপাড়া বটলতা পূজামণ্ডপে প্রতিমার পোশাক নষ্ট ও ক্ষত করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূজামণ্ডপের উপদেষ্টা বলাই দাস জানান, সকালে স্কুলে যাওয়ার পথে একটি ছেলে মণ্ডপে গিয়ে দেখতে পায় প্রতিমার বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয়েছে। পরে সে বিষয়টি সবাইকে জানায়। পূজামণ্ডপের সভাপতি বলয় দাস বলেন, বৃষ্টির কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। কোনো প্রহরীও ছিল না।

ধারণা করা হচ্ছে, প্রতিমার গায়ে স্বর্ণালংকার রয়েছে এমন গুজব শুনে দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে আসল স্বর্ণালংকার নেই বুঝতে পেরে প্রতিমার ক্ষতিসাধন করে চলে যায়। তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। কেবল দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক কাজ করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি দুর্বৃত্তদের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার ঘটনাস্থল ঘুরে দেখেন এবং পূজামণ্ডপের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আ’লীগ নেতার ক্যাশিয়ার সমবায় কর্মকর্তা অজয় ঘোষ ফের তালায় ফিরতে দৌড়-ঝাঁপ

নারী ভোটারদের ঐক্যের ডাক দিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস

তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

তালায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।