তালা উপজেলার ১২ টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে। এসব গ্রামের অধিকাংশ মানুষের ঘরে বিশেষ করে রান্না ঘরে পানি উঠে গেছে। ফলে রান্নার জায়গার অভাবে অনেকেই অভূক্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এই অবস্থা থেকে ইউনিয়ন বাসিকে জলাবদ্ধাতা থেকে মুক্ত করতে ইউপি সদস্যদের সাথে নিয়ে দিন রাত পরিশ্রম করে চলেছেন তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত যে সকল সংযোগ খাল কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত হয়েছে সেগুলো নিজ উদ্দ্যোগে পরিস্কার করে চলেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুভাষিনী বাজার থেকে নওয়াপাড়া অভিমুখে সংযোগ খালটি নিজে উপস্থিত থেকে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে পরিস্কার করাচ্ছেন।
ইউপি সদস্য আমিনুর রহমান, আলাউদ্দীন সরদার, শংকর কুমার দাশ, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান,মনিরুল ইসলাম, মশিায়ার রহমান, জাকিয়া সুলতানা ইতি, রেবেকা খাতুন এসময় উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ গ্রামে মানুষের বসতবাড়িতে পানি উঠে গেছে। এসব গ্রামের মানুষ রান্না করে খাওয়ার অবস্থায় নেই। সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে, শিরাশুনি, লাউতাড়া, হাতবাস, তেরছি, আড়ংপাড়া। এসব অঞ্চলের পানি সরানোর জন্য শুভাষিনী থেকে নওয়াপাড়া পর্যন্ত একটি মাত্র খাল যা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। এই বাঁধগুলো অপসারণ না করলে আগামী ১ মাসেও এসকল গ্রাম থেকে পানি নামবে না। সে কারণে ইউপি সদস্যদের সাথে নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।