পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরার তালায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের কপোতাক্ষ নদীর ভেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ভেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ মিলিয়ে মোট ২০০টি চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, এসব গাছ স্থানীয় জনগণ নিজেরাই পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে আরো বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (আতিঃ দাঃ) হালিমা খাতুন, উপজেলা প্রশিক্ষক অনন্ত মন্ডল, প্রশিক্ষিকা শিরিনা খাতুনসহ সকল ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের বিকল্প নেই। তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।