অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। সোমবার ওই সিরিজের সূচি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সূচি অনুযায়ী, ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়রা। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ ১৮ অক্টোবর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হবে। দ্বিতীয় ম্যাচটি রাখা হয়েছে ২০ অক্টোবর।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর মাঠে গড়াবে। পরের ম্যাচ দুটি রাখা হয়েছে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। এর আগে বিসিবি থেকে জানানো হয়েছিল, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তবে উইন্ডিজ ক্রিকেট জানাচ্ছে, সিলেটে নেই কোন ম্যাচ।
বাংলাদেশ সফর ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) দলের আরও তিনটি সফর রয়েছে। যা নেপালের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ২৭ সেপ্টেম্বর শুরু হবে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর শারজাহতে পরের দুই ম্যাচ খেলে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতের বিপক্ষে ২ অক্টোবর ও ১০ অক্টোবর থেকে দুটি টেস্ট খেলবে তারা।
এরপর বাংলাদেশ সফর শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ৫ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। ১৫, ১৮ ও ২১ নভেম্বর খেলবে তিনটি ওয়ানডে। এরপর ২ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।