সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা উদ্বোধন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা উদ্বোধন

খুলনার ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মাঠে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি মেলার একটি স্টলে এভাবেই শস্য দানা দিয়ে তৈরি করা হয়েছে এমন চিত্রকর্ম। ডুমুরিয়ায় মানচিত্র তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাদম বীজ, মান কচু,ওলকচু , আলু,মেটেআলু,অন্যান্য ফসলের বীজ। এছাড়া অসাধারন এই ছবি দেখে মুগ্ধ অতিথি দর্শনার্থীরা।

বুধবার (৫ জুন) সকাল ১১টার দিকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের আগে উপজেলা প্রশাসনিক ভবন চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। ‌র‌্যালী শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। স্টল। সে সময় খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের‌ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত উপ পরিচালক এস এম মিজান মাহমুদ, ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান সমবায় কর্মকর্তা সরদার সেলিম ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপ-সহকারী কর্মকর্তা করুণা মন্ডল সহ, উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলা কৃষি উদ্দোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

স্টল পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কন্দাল ফসলের পুষ্টি গুণ অনেক বেশী এবং এই ফসল খুবই নিরাপদ খাবার যা চাষ করে কৃষক লাভবানও হয়। এই দিকগুলো বিবেচনা করেই এর গুরুত্ব তুলে ধরে কৃষকদের এই ফসল আবাদে আরো বেশী উদ্বুদ্ধ করতেই মেলার আয়োজন। মেলায় কন্দাল ফসলের উন্নত জাত প্রদর্শন করছি। ফলে কৃষক যেমন জাত সম্পর্কে জানতে পারছে তেমনি উন্নত চাষ পদ্ধতির বিষয়েও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পাইকগাছা উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

ফ্যাসিজমের ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে: তুহিন

পাইকগাছায় উপকূল দিবস পালিত

১৪ থেকে ১৬ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব

বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সফট স্কিলে দক্ষতা বাড়াতে হবে : উপাচার্য

সময়ের খবরের সম্পাদক ও বার্তা সম্পাদকে সুস্থতা কামনায় কেসিআরএ’র বিবৃতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।