সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ডহর-মশিয়াহাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

ডহর-মশিয়াহাটিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

যশোর জেলার অভয়নগর থানাধীন কুলটিয়া গ্রামে অবস্থিত মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগার কর্তৃক ডহর-মশিয়াহাটিতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে একটি ইলেট্রিক রাইস কুকার, একটি মশারি ও আংশিক ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে, ২০২৫ খ্রি. তারিখে আনুমানিক রাত আটটার দিকে মৎস্যখামারি ও কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যার ঘটনাকে কেন্দ্র করে ডহর-মশিয়াহাটির ১৯/২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ১৭টি বাড়ি শতভাগ ভস্মীভূত এবং ৩/৪ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি, বেসরকারি, আঞ্চলিক ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের “এই ক্ষুদ্র সংযোগ ক্ষতিগ্রস্তদের জন্য সামান্য সাহস জোগানোমাত্র”– বলেছেন মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস। মূলত তাঁদের ভাই-বোনের অর্থ সহায়তায় এই জনকল্যাণমূলক গ্রন্থাগারটি পরিচালিত হয়। মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তিসহ নিয়মিতভাবে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাও এই গ্রন্থাগারের তত্ত্বাবধানে প্রকাশিত হয়। অঞ্চলের নানা কল্যাণমুখী কাজে প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের রয়েছে বিশেষ অবদান।

সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মশিয়াহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মণ্ডল, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুলটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি মোঃ হামিদুল ইসলাম, কবি ও অভিনেতা নিত্যজিৎ বিশ্বাস, শিক্ষিকা সুমনা বিশ্বাস, অধ্যাপক কনার মণ্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক লেখক অধ্যাপক মিলন রায়। – বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

বেনাপোলে কিশোরকে অপহরণের পর নির্যাতন, চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি

সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা

সাংবাদিক মনির মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।