সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ | চ্যানেল খুলনা

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন খেলার কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদ উল্লাহ। আজ টি-টোয়েন্টি থেকে নিলেন। এখন বাকি থাকল শুধু ওয়ানডে। তার অবসরের ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জানিয়ে আজ মাহমুদ উল্লাহ বলেছেন, ‘সিরিজের শেষেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব।

সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। ’বিদায়ের এটাই সঠিক সময় বলে জানিয়েছেন মাহমুদ উল্লাহ।

৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘মনে করি, এটাই সঠিক সময়। এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা ভাবলে, দলের জন্যও এটাই সঠিক সময়।’
সংক্ষিপ্ত সংস্করণে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় মাহমুদ উল্লাহর। টি-টোয়েন্টিতে পরে নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩৯ ম্যাচ খেলে ২৩৯৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪। আর অফস্পিনে নিয়েছেন ৪০ উইকেট। ক্যারিয়ারের শেষ দুই ম্যাচে সংখ্যাটা বাড়ানোর সুযোগ থাকছে তার। সঙ্গে ব্যাটে-বলে দারুণ কিছু করে বিদায় রাঙানোরও সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো

১৬ দলীয় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে মধু ফ্যাক্টরি ইয়ং বয়েজ জয়ী

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

বিশ্বকাপ বাছাইয়ে যেতে পাকিস্তানের বিপক্ষেই খেলতে হচ্ছে বাংলাদেশের

বিদায়ী ম্যাচ খেলার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ

অক্টোবরেই বিসিবির নির্বাচন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।