সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জামিলের প্রেমের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী | চ্যানেল খুলনা

জামিলের প্রেমের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী

পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। শেষে নিজের জন্মভূমি ছেড়ে নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে ৩ বছরের প্রেমের ইতি টেনে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশি এই নববধূকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। নওগাঁর বদলগাছী উপজেলার জামিল হোসেনের (২৪) সঙ্গে একটি শপিংমলে বাজার করতে যাওয়ার সুবাদে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ জুন তারা বাংলাদেশে আসেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নিজ বাড়িতেই জাকজমকমভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে হলুদের অনুষ্ঠান হয়।

জামিল হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।

এ বিষয়ে জামিল জানান বলেন, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যান। যাওয়ার পর মালয়েশিয়ার জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন। পাশেই একটি শপিংমলের দোকান ছিল। সেখানে জামিল প্রায়ই কেনাকাটা করতে যেতেন। একপর্যায়ে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া বিনতে শাহরুল হিজাম তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে নাজিয়া বিনতে শাহরুল হিজামের বাবা-মা সম্পর্ক নিয়ে একটু মনোক্ষুণ্ন ছিলেন। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আগেই তিনি নাজিয়া বিনতে শাহরুল হিজাম বিয়ে করেন। এরপর গত ৩০ জুন তারা বাংলাদেশে এসে শুক্রবার ইসলামিক শরিয়ত মোতাবেক আবার বিয়ে হয়। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন।

নাজিয়া বিনতে শাহরুল হিজাম জানান, জামিলকে অনেক বেশি ভালোবাসেন। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। প্রেমিক জামিল হোসেনের পরিবারের সদস্যরা তাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এ ছাড়া এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে ভাবছেন অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় আছে। পাশাপাশি এখানকার খাবার তার খুব পছন্দ হয়েছে।

জামিলের মা হালিমা খাতুন জানান, উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ হিসেবে তাদের খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে লোকজন ছুটে আসছেন। বউ দেখে এলাকার মানুষরাও প্রশংসা করছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মুরাদনগরে নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরান পাঁচদিনের রিমান্ডে

স্কুলছাত্র জনি হত্যার আসামির ওপর আদালতে হামলা, রিমান্ড মঞ্জুর

জানাজার নামাজ থেকে ফেরার পথে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

যুবককে বেঁধে নির্যাতন, হাত-পায়ের নখ তুলে ফেলার অভিযোগ নারীর বিরুদ্ধে

উখিয়ায় নেশার টাকার জন্য চার বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ, আটক এক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।