সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জন্মাষ্টমী উপলক্ষে পূজা পরিষদের পক্ষে খাদ্যদ্রব্য বিতরেণ সিটি মেয়র | চ্যানেল খুলনা

জন্মাষ্টমী উপলক্ষে পূজা পরিষদের পক্ষে খাদ্যদ্রব্য বিতরেণ সিটি মেয়র

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২১ উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও করোনায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন, শিষ্টের পালন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। তাঁর এই মহতী উদ্দেশ্য বাস্তবায়নে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ বিশ্বের বিভিন্ন দেশে শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির চক্রান্ত লক্ষ্য করা যায়। আমাদের বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড ব্যাহত করতে একটি অশুভ চক্র সবসময়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাই স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত শক্তিকে এই অশুভ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে আরও উচ্চতর স্তরে উন্নীত করতে হবে। তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও নগর পূজা পরিষদের বিভিন্ন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আজকে এই শুভদিনে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় নগর পূজা পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং করোনা মহামারী থেকে তিনি দেশ ও বিশ্ববাসীর মুক্তি কামনা করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অরবিন্দ সাহা, এ্যাড. অলোকানন্দা দাস, সমরেশ চন্দ্র সাহা, অধ্যাপক তারকচাঁদ ঢালী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগর পূজা পরিষদের উপদেষ্টা শ্যামল সিংহ রায়, উপদেষ্টা অধ্যাপক ডাঃ শৈলেন্দ্র নাথ মিস্ত্রী, দিলীপ কুমার সাহা, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুগ্ম সম্পাদক ডাঃ উৎপল কুমার চন্দ, বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন কুমার সাহা, বাবলু বিশ্বাস, তাপস কুমার সাহা, তরুণ কুমার রায় শিবু, শিবনাথ ভক্ত, অলোক কুণ্ডু, অঞ্জন দে, সুশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যানার্জী, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, উপাধ্যক্ষ দেবদাস মণ্ডল, কমলেশ সাহা, বাসুদেব কর্মকার, পঙ্কজ দত্ত, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, সাংবাদিক প্রবীর বিশ্বাস, প্রসীত সাহা, কাঞ্চন বোস, সুজিত কুমার মজুমদার, ডাঃ হিমেল সাহা, প্রদীপ কুমার সাহা মদন, শঙ্কর দে, অভিজিৎ দাস লবি, ভবেশ সাহা, রূপন দে, রাজদীপ ঘোষ, নগরীর আওতাধীন ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর চন্দ্র পাল, পার্থ রায় মিঠু, শোভন কুণ্ডু, মনোজ কান্তি রায়, রঞ্জন রায়, দুলাল সরকার, সুভাষ দত্ত, রবিন দাস, উজ্জল রায়, মাণিক শীল, সুশীল দাস, অলোক দে, অনিন্দ্য সাহা, রাজ কুমার শীল, পাপ্পু সরকার, সজল দাস, বিদ্যুৎ নন্দী, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, শ্যামল সাহা,ু মিঠুন বিশ্বাস, বিধান রায় প্রমুখ।
খাদ্য বিতরণ শেষে বেলা ১২টায় দেশ, জাতি ও বিশ্বের শান্তিকামী মানুষের সুস্থতা ও মহামারী করোনা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে শ্রীশ্রীগীতা যজ্ঞ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাত ১২-০১ টায় শ্রীশ্রীকৃষ্ণ পূজা ও পূজান্তে প্রসাদ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জন্মাষ্টমী উপলক্ষে দোলখোলা শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে নগর পূজা পরিষদের উদ্যোগে তালিকাভুক্ত অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নগরীর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।