সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
চুরির অভিযোগে গণপিটুনি ও চুন বালু খাইয়ে যুবককে হত্যা | চ্যানেল খুলনা

চুরির অভিযোগে গণপিটুনি ও চুন বালু খাইয়ে যুবককে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে হেলাল (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামে। তিনি দাতারি গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। গণপিটুনি দেওয়ার পর তার চোখে চুন দেওয়া হয় এবং চুন ও বালু মিশ্রিত পানি খাওয়ানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মনির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন, আমির উদ্দিন, একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সালামসহ তার সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যায়।

পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে চোখে চুন প্রয়োগ ও বালু মিশ্রিত পানি খাওয়ায় তারা। একপর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে নিয়ে রাখে তারা।

সূত্রমতে সেখানেও তাকে রাতভর কয়েক দফা মারধর করা হয়। বুধবার সকালে হেলালের স্বজনরা মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে বমি ও রক্তক্ষরণে মারা যায় হেলাল।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবারের লোকজন। তাদের অভিযোগ, পুলিশের অবহেলার কারণেই হেলালের মৃত্যু হয়েছে।

গোয়াইনঘাট থানার এসআই ও মধ্য জাফলং ইউনিয়ন বিট অফিসার প্রভাকর রায় বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হেলালকে উদ্ধার করার জন্য তিনি গিয়েছিলেন। কিন্তু সেখানকার লোকজন বলেছে হেলালের পরিবারের লোকজন এলে তাদের কাছে দেবে। তারপর তিনি পুলিশসহ ঘটনাস্থলে হেলালকে রেখে চলে আসেন।

অভিযুক্ত মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, আমি কোনো মারধর করিনি। আমার এলাকার মানুষজন তাকে মারধর করেছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মারধর এবং চুন ও বালু মিশ্রিত পানি খাওয়ানোর কারণেই হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাভার্ডভ্যানের পাটাতনে ৬০ কেজি গাঁজা, চালক নিজেই মাদককারবারি

পিরোজপুরে সেনাবাহিনীর কম্বল বিতরন

ঝটিকা মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।