সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারী হাসপাতালে ৬৩ লক্ষ টাকা ব্যয়ে করোনা ইউনিট চালু | চ্যানেল খুলনা

এমপি শেখ হেলাল উদ্দীনের মানবিক উদ্যোগ

চিতলমারী হাসপাতালে ৬৩ লক্ষ টাকা ব্যয়ে করোনা ইউনিট চালু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ করোনা ইউনিট চালু করা হয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই এ উপজেলায় করোনার প্রাদুর্ভাব রোধে সেন্ট্রাল হাইফ্লো-অক্সিজেন সিস্টেমসহ ২০ শয্যার বিশেষায়িত করোনা ইউনিট, ভিআইপি কেবিন, আইসিইউ পেসেন্ট মনিটরসহ পর্যাপ্ত প্রয়োজনীয় মেডিসন মজুদ রাখা হয়েছে। করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করার লক্ষে ৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে। একমাত্র মারত্মক ঝুঁকিপূর্ণ রোগীদের আইসিইউ ভেন্টিলেটর সুবিধা ছাড়া করোনা প্রতিরোধে অন্য সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা এখন এ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই প্রদান করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে করোনা মহামারির শুরুতেই বাগেরহাট জেলার মধ্যে চিতলমারীতে সর্ব প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হলেও এমপি শেখ হেলাল উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এ উপজেলায় সব সময়ই আক্রান্ত ও মৃত্যুহার ছিল সর্বনি¤œ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমসহ সেমি আইসিইউ ইউনিট, ভিআইপি কেবিনস্থাপন, ২০ শয্যার অত্যাধুনিক রিমোট কন্ট্রোল সিস্টেম পেসেন্ট বেডসহ বিশেষায়িত করোনা ইউনিট চালু , আইসিইউ পেসেন্ট মনিটর সিস্টেমসহ প্রয়োজনীয় সকল চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, করোনা মহামারির শুরু থেকেই জননন্দিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন মানবিক সহায়তা প্রদান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা ইউনিট স্থাপনসহ মহামারি প্রতিরোধে প্রসংশনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সাফল্যজনক ভাবে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে পেরেছি। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়ও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যেই এ উপজেলায় প্রায় শতভাগ ভ্যাকসিনের আওতায় এসেছে। তিনি করোনা রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আধুনিক চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকারের পরোলোকগমন

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

ফকিরহাটে ডেঙ্গু নিরসনে ফগার ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রদ্ধা ও স্মরণ সভার মধ্য দিয়ে শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের প্রথম প্রয়াণ দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।