
চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে এবং জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী ও অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ অনিক, অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আক্কেল আলী শেখ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মিরাজ প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহনে দিন ব্যাপী ১০ ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । ক্রীড়ানুষ্ঠানি পরিচালনা ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক সুকুমার বিশ্বাস।


