বাগেরহাটের চিতলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ,জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, অর্চনা দেবী বড়াল ঝর্ণা, মোঃ মাসুদ সর্দার, বিউটি আক্তার, কাজী আবু শাহীন, বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।


