সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে অগ্নিকান্ডে চার হাজার পাখি ভষ্মীভূত | চ্যানেল খুলনা

চিতলমারীতে অগ্নিকান্ডে চার হাজার পাখি ভষ্মীভূত

বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকান্ডে এক পাখি খামারীর বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার পাখির মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। রোববার (১৫ অক্টোবর) ভোর ৪ টায় উপজেলার সুরশাইল গ্রামের মোঃ শুভ্র শেখের পাখির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল
ডিফেন্স সদস্যরা ও এলাকাবাসি মিলে আগুন নিয়য়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে মোঃ শাকিল সুলতান রানু (৪৮), মোঃ রাজু ফরাজী (২৮) ও মোঃ তানজিল শেখ (১০) আহত হয়েছেন।

বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ তরুণ পাখি উদ্যোক্তা মোঃ শুভ্র শেখ কান্নাজড়িতকণ্ঠে জানান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেন। তিলেতিলে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তার খামারে ককাটেল ও বাজুরিকাসহ বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার পাখি ছিল। রোববার ভোর ৪ টার দিকে আগুনের লেলিহান শিখার তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। উঠেই দেখেন ঘরের পাশে পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে চার হাজার পাখিসহ নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, সহ¯্রাধিক বাচ্চা ও ডিম পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আবারও মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল অদুদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে এতে অনুমানিক ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

চিতলমারী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ অনুপ কুমার অধিকারী জানান, অগ্নিকান্ডে পাখি পুড়ে যাওয়ার বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন জানান, অগ্নিকান্ডে বিষয়ে তিনি রাতেই জেনে খোঁজ-খবর নিয়েছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ খামারীর আবেদনের প্রেক্ষিতে তাকে কিছু সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু নিরসনে ফগার ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রদ্ধা ও স্মরণ সভার মধ্য দিয়ে শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের প্রথম প্রয়াণ দিবস পালিত

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান রাঙ্গা অস্ত্র ও গুলিসহ আটক

ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

ফকিরহাট সদর ইউনিয়ন জাতীয়তাবাদী দল ও মহিলা দল এর বর্ধিত সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।