সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
‘গোল্ডেন ফুট’ পুরস্কার পেলেন রোনাল্ডো | চ্যানেল খুলনা

‘গোল্ডেন ফুট’ পুরস্কার পেলেন রোনাল্ডো

এবার বছরের অধিকাংশ পুরস্কার হাত ফসকে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাকে ও লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফা-২০২০ বর্ষসেরা পুরস্কার নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

তবে বছরের শেষ দিকে একটি পুরস্কার জুটেছে জুভেন্টাসের পর্তুগিজ তারকার কপালে। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার পেলেন সিআর সেভেন।

২০ ডিসেম্বর রাতে পুরস্কারের ট্রফি হাতে পেলেন রোনাল্ডো।

এবার রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি, নেইমার, মোহামেদ সালাহ, সার্জিও রামোস, জর্জিও চিয়েল্লিনি, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে এবং আর্তুরো ভিদাল।

আর ফুটবলের এই ৯ তারকাকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন রোনাল্ডো।

পুরস্কারপ্রাপ্তির পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই ভক্তদের জানিয়েছেন সেই সুখবর।

ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী রোনাল্ডো লিখেছেন, ‘আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ। গোল্ডেন বুট পুরস্কার জিতে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি।’

উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামের একটি সংগঠন ২৮ বছরের বেশি বয়সী সফল খেলোয়াড়দের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার প্রদান করে। রোনাল্ডোর আগে আরও ১৭ জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

তারা হলেন– রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেদভেদ (২০০৪), আন্দ্রেই শেভচেঙ্কো (২০০৫), রোনালদো নাজারিও (২০০৬), আলেসান্দ্রো দেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেসকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), জ্লাতান ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), জিয়ানলুইজি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮) ও লুকা মড্রিচ (২০১৯)।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

প্রীতির গোলে এগিয়ে বাংলাদেশ

‘কে পরিশ্রম করছে, কে ফাঁকি দিচ্ছে, সহজেই ধরতে পারেন কোচ’

ভুটানের ক্লাবে এবার বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি কোথায় দেখবেন

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।