সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
গুলশানের বাসায় বৈঠকে পাপন | চ্যানেল খুলনা

গুলশানের বাসায় বৈঠকে পাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দফায় দফায় বৈঠকে বসছে টিম ম্যানেজমেন্ট আর বিসিবি কর্তারা। বুধবার সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় চলেছে রুদ্ধদ্বার বৈঠক। ওই বৈঠক শেষে বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, এখনো কাউকে কোনও বার্তা দেওয়ার সময় হয়নি।

তিনি বলেন, ‘বার্তা তো আমাদের কাছে যাবে না, বার্তা তো আমরা দিবো। সেই বার্তাটা এখনও দেওয়ার সময় হয় নাই। বেশ কিছু জিনিস আছে আমাদের খেলোয়াড়দের অ্যাভেলেবিটি, সামনে আরও সিরিজ আছে সেই গুলোতে আমাদের বোর্ডের পলিসি কি হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু হয় নাই।’

উইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে হারের পর মঙ্গলবারও বিসিবি কার্যালয়ে বৈঠক সেরেছেন নির্বাচকরা, সঙ্গে কয়েকজন বোর্ড পরিচালকও ছিলেন। বুধবারের বৈঠক ছিল খোদ সভাপতি পাপনের বাসায়। বিকেলে শেষ হওয়া সেই বৈঠকের কারণ সহজেই অনুমান করা যায়। ব্যর্থতার সঙ্গে আসন্ন নিউজিল্যান্ড সফর। আর কি বিষয়ে কথা হয়েছে সেখানে?

টাইগারদের সাবেক অধিনায়ক দুর্জয় বলেন, ‘ক্রিকেটার নিয়ে আলোচনা ছিল, আমরা খোলামেলা আলাপ আলোচনা করেছি। এর আগের কিছু সিরিজ, বাংলাদেশ দলের ব্যাপার ছিল। সেখানে আমাদের ডেভেলপমেন্ট, এইচপি সবকিছু নিয়েই আলোচনা ছিল। বিশেষ করে সম্প্রতি যেটা শেষ হলো সেই সিরিজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সবকিছু নিয়েই আমাদের আলোচনা ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা প্রশ্ন করছেন আমরা কেন প্রস্তুতির জন্য বিসিএল বা আমাদের জাতীয় লিগ করিনি। আমরাও বলেছি যে আমাদের ইচ্ছা ছিল, বোর্ডের ইচ্ছা ছিল প্রস্তুতির জন্য লঙ্গার ভার্সনের একটা দুইটা ম্যাচ আয়োজন করা। কিন্তু সেখানে আমরা এটাও জানি যে এখন পরিস্থিতিটাও স্বাভাবিক না কোভিডের কারণে। জৈব সুরক্ষা বলয় যেন লম্বা না হয় এজন্য টিম ম্যানেজমেন্ট চাচ্ছিলো না এতদিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকি। সেখানে তো প্রস্তুতির ঘাটতিটা তো রয়ে গেল। তো সেই জিনিসগুলো সামনে আরও গভীরভাবে চিন্তা করবে টিম ম্যানেজম্যান্ট।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ!

আবার ‘আন্ডাররেটেড’ তাইজুলের বন্দনায় মুখর তামিম

বাবর না কোহলি-বেতন বেশি কার?

সিলেট স্টেডিয়ামে খেলা চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।