সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখল মুক্তিযোদ্ধাকে | চ্যানেল খুলনা

গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখল মুক্তিযোদ্ধাকে

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হলেন- আব্দুল করিম মিলিটারি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

জুতার মালা পরানোর বিষয়টি নিশ্চিত না করলেও ওসি বলেন, এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে সেই মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদীর কিশোরী মেয়েকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন।

তবে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল।

আব্দুল করিমের ছেলে দিদার আলম সমকালকে বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলালসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত মাসেও দা দিয়ে ধাওয়া করেছিলেন।’

দিদার আলমের অভিযোগ, ঘটনার দিন তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ‘ওই সব চিহ্নিত সন্ত্রাসীরা’ তাকে আটকিয়ে গালিগালাজ ও মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। এরপর তারা তার বাবার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং জায়গা-জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেয় এবং মামলার আসামি করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পরকীয়ার জেরে পুলিশসদস্য হত্যা মামলায় পুলিশ দম্পতির ফাঁসি

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখল মুক্তিযোদ্ধাকে

মায়ের সামনেই ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালাল বাবা

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাই বিএনপির প্রার্থী, ছোট ভাই জামায়াতের

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় খাবার হোটেলে কাজ করছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।