খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নিজখামার এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খুলনা জেলার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ খুলনা জেলা শাখার সভাপতি শেখ এনায়েত হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম (সাজু) এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান বিশ্বাস।
এ সময় জলমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামরুল সানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, মহানগর দপ্তর সম্পাদক মোঃ মেহেদি হাসান নাঈম, প্রচার সম্পাদক মোঃ রুবেল হোসেন, এবং জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাসুমবিল্লাহ।
অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ গোলদার, মোঃ জাহাঙ্গীন সানা, রফিকুল ইসলাম, আবিদ, সজীব, আল-আমিন, শামীম, সোহাগ, মনির খাঁন, জাহিদুল ইসলাম, সোহেল শেখ, জুম্মান মোড়ল, তন্ময়সহ আরও অনেকে।
বিজয়ের মাসে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা সমাজে মানবিকতা এবং দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন। শীতবস্ত্র বিতরণ পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরণের উদ্যোগকে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।