সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় র‌্যাংগস্-মাহিন্দ্রার ‘কাস্টমার মিট’ | চ্যানেল খুলনা

খুলনায় র‌্যাংগস্-মাহিন্দ্রার ‘কাস্টমার মিট’

স্বনামধন্য বহু-শিল্প প্রতিষ্ঠান র‌্যাংগস্ গ্রুপ এর শাখা প্রতিষ্ঠান র‌্যাংগস্ মটরস্ লিমিটেড সম্প্রতি খুলনায় এক বর্ণাঢ্য ‘কাস্টমার মিট’ আয়োজন করে। র‌্যাংগস্ মটরস্ এর পণ্য, সেবা ও সুবিধা সম্পর্কে বিষদভাবে জানতে আগ্রহী নতুন-পুরাতন কাস্টমারদের জন্য এই আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাংগস্ গ্রুপ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সত্যজিৎ সাহা; গ্রুপ সিএফও এবং কোম্পানি সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম; ক্রেডিট ম্যানেজমেন্ট-এর জিএম লে: কর্ণেল শেখ আবিদুর রহমান; মাহিন্দ্রা সেলস এজিএম রাজেশ কুমার দত্ত; কাস্টমার কেয়ার-এর এজিএম শওকত আহমেদ সিদ্দিকীসহ আরও অনেকে।

আয়োজনের মূল আকর্ষণ ছিল সরাসরি ও ভিডিওচিত্রের মাধ্যমে র‌্যাংগস্ মটরস্ লিমিটেড-এর পণ্য প্রদর্শনী। এছাড়া সেবা-সুবিধা সম্পর্কে কাস্টমারদের বিস্তারিত তথ্য প্রদান করা হয়। অনুষ্ঠানে র‌্যাংগস্ মটরস্ লিমিটেড-এর গাড়ী স্পট-বুকিং করে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেয় কাস্টমাররা। এছাড়া সকল কাস্টমারদের জন্য মধ্যাহ্নভোজ ও বিশেষ পুরষ্কারের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক আয়োজন।
বক্তব্যকালে, র‌্যাংগস্ গ্রুপ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সত্যজিৎ সাহা বলেন, “এই ‘কাস্টমার মিট’-এর ফলে কাস্টমারদের সাথে আমাদের একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে। একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগ্রহী নতুন-পুরাতন কাস্টমারদের র‌্যাংগস্ মটরস্-এর পণ্য সম্পর্কে বিশদভাবে জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য হলো আগ্রহী নতুন-পুরাতন কাস্টমারদের র‌্যাংগস্ মটরস্-এর পণ্য সম্পর্কে বিশদভাবে জানানো। আমরা আশাবাদী, আমাদের পণ্যসমূহ সরাসরি প্রদর্শন এবং কাস্টমারদের অভিজ্ঞতাগুলো সকলের সামনে তুলে ধরার মাধ্যমে, নতুন আরও অনেকের আস্থা অর্জন করতে পারবো।”

অভিজ্ঞতা তুলে ধরে র‌্যাংগস্ মটরস্-এর একজন কাস্টমার জানান, “আমি দীর্ঘসময় ধরে র‌্যাংগস্-এর গাড়ী ব্যবহার করছি এবং আমার মতে র‌্যাংগস্ মটরস্ -এর গাড়ী-ই সেরা। এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টরের হাত থেকে পুরষ্কার গ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করছি আগত নতুন অনেকেই র‌্যাংগস্ মটরস্ পরিবারে সামিল হবেন।”

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।