প্রবাস কথা, খুলনা পরিবারের আয়োজনে পালিত হলো প্রবাস কথার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
স্থানীয় একটি রেস্তোরায় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন প্রবাস কথার প্রধান সমন্বয়ক আজিজুর রহমান খান মিথুন এবং প্রবাস কথা, খুলনা পরিবারের প্রায় অর্ধশত সদস্য।
এরপর প্রবাস কথার সদস্যরা মিলে কেট কাটেন এবং আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন প্রবাস কথা একটি প্লাটফর্ম যার মাধ্যমে দেশ এবং প্রবাসে বাংলাদেশিদের একত্রিত করেছে। বিশেষ করে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রবাস কথা।
উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে কোটি প্রবাসীর মুখপাত্র স্লোগানে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রবাস কথা।