খুলনা অফিসঃখুলনায় দু’দিনের স্বর্ণ মেলায় ৭ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৬৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। গতকাল মঙ্গলবার মেলার দু’দিনব্যাপী মেলা শেষ হয়। প্রথমবারের স্বর্ণ মেলায় ৪৬১ জন জুয়েলারী ব্যবসায়ী অংশ নিয়ে তাদের মজুদকৃত স্বর্ণ, রূপা ও হীরার ঘোষণা দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দুই দিনব্যাপী স্বর্ণ মেলার আয়োজন করে খুলনা কর অঞ্চল।
খুলনা কর অঞ্চলের উপ-কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) খোঃ তারিফ উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে খুলনায় প্রথম স্বর্ণ মেলা সম্পন্ন হয়েছে। মেলার দু’দিনে ৪৬১ জন জুয়েলারী ব্যবসায়ী ৭ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৬৫০ টাকা কর দিয়েছেন। গতকাল মঙ্গলবার স্বর্ণ মেলার শেষ দিনে ৩৭৫ জন জুয়েলারী ব্যবসায়ী তাদের অপ্রদর্শিত স্বর্ণ, রূপা ও হিরার হিসাব দাখিল করেছেন। এদিন তাদের কাছ থেকে ২ কোটি ৮৯ লাখ ৯১ হাজার ৭৫০ টাকার কর আদায় হয়েছে। এর আগে সোমবার মেলার প্রথম দিনে ৪ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার কর প্রদান করেন ৮৬ জন জুয়েলারী ব্যবসায়ী। মেলায় প্রতি ভরি স্বর্ণের জন্য ১ হাজার টাকা, হিরার জন্য ৬ হাজার টাকা ও রূপার জন্য ৫০ টাকা হারে কর প্রদান করেছেন।
খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় জানান, মেলা ছাড়াও আগামী ৩০ জুন পর্যন্ত জুয়েলারী ব্যবসায়ী যারা এখনও তাদের অপ্রদর্শিত স্বর্ণের হিসাব দাখিল করেননি তারা সঠিক হিসার নিরূপন করে আয়কর প্রদান করতে পারবেন। এক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট কর সার্কেলে গিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। এরপর ফরমে তাদের মজুদের হিসাব উল্লেখ করে নির্ধারিত হারে আয়কর পরিশোধ করতে হবে।