
শুক্রবার (২৮ জানুয়ারি) জুম্মার নামাজের পূর্বে নগরীর নিউ মার্কেটের বাইতুন নুর জামে মসজিদ, খালিশপুরের বাইতুল ফালাহ জামে মসজিদ, নিরালা জামে মসজিদ, দৌলতপুরের বি এল কলেজ জামে মসজিদ, গল্লামারির বাইতুল মামুর জমে মসজিদ, রায়ের মহল বড় মসজিদ ও কয়রার, ডুমুরিয়ার ও পাইকগাছায় উপজেলার মুসল্লিদের মাঝে মাক্স বিতরণ করেছে ভিভিডির খুলনা জেলার স্বেচ্ছাসেবীরা। যা চলবে ৩০ ও ৩১ জানুয়ারির পর্যন্ত।
ভিবিডির খুলনা জেলার সভাপতি এনামুল হাসান বলেন, করোনা ভাইরাসের হাত থেকে সকলকে সুস্থ ও নিরাপদ রাক্ষার জন্য ভিবিডি এই উদ্যোগ নিয়েছে। করোনাভাইরাস দেশে মহামারী আকার ধারণ করছে, প্রতিদিন অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলে ও সচেতন থেকে সবাইকে সুরক্ষিত রাখতে আমাদের সংগঠন এ উদ্যোগ গ্রহণ করেছে।