 খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডশন (কেডিএফ) এর সদস্য কাজী বেলাল সাঈদ ও মানসুরা তুলি যৌথভাবে আধুনিক রেস্টুরেন্ট savory cafe and restaurant এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডশন (কেডিএফ) এর সদস্য কাজী বেলাল সাঈদ ও মানসুরা তুলি যৌথভাবে আধুনিক রেস্টুরেন্ট savory cafe and restaurant এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ নভেম্বর ২০২১) বিকেল ৫ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে অবস্থিত “স্যাভোরী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট” নামের এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান কেডিএফ এর নেতৃবৃন্দের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে রেস্টুরেন্টের কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএফ এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএফ এর উপদেষ্টা জনাব মুহাম্মদ আবু তৈয়েব, ভাইস চেয়ারম্যান মোঃ শাখাওয়াৎ হোসেন স্বপন, মোঃ ওহিদুজ্জামান ওয়াহিদ, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ আনোয়ারুল হক স্বাধীন, মহাসচিব আব্দুস সালাম শিমুল, সাংগঠনিক সচিব ফারহানা চৌধুরী, সচিব মন্ডলীর সদস্য ডাঃ জিএম সাঈদ, জিএম শহিদুল ইসলাম, সেফ রেহানা মর্তুজা, ডাঃ সুজন কুমার বিশ্বাস, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর, সাইফুল ইসলাম মোহন, মোঃ আব্দুল ওয়াহিদ মোড়ল, অনুষ্ঠানের আয়োজক কাজী বেলাল সাঈদ ও মানসুরা তুলিসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিবৃতি দেন। সবশেষে আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।



 
																