সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় হাতপাখার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা | চ্যানেল খুলনা

খুলনায় হাতপাখার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বৃহস্পতিবার (১৮ মে ) সকাল সাড়ে নয়টায় নূরনগর নির্বাচন অফিসে মনোয়নপত্র বাছাইপর্ব অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন খুলনা নির্বাচনে কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা পর মিডিয়ার মুখোমুখিতে বলেন, তিনি প্রথমেই মহান আল্লাহ পাক রাব্বুলআলামিনের কাছে শুকরিয়া আদায় করেন এবং বলেন খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচিত হলে এলাকাভিত্তিক জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

আব্দুল আউয়াল বলেন, “বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর জনসাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে প্রতিনিয়ত জনভোগান্তি পোহাতে হচ্ছে সিটির বসবাসকারীদের।”

জননিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ” আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে প্রতিটি সড়ক লেন সিসি ক্যামেরার আওতায় এনে সম্পূর্ণ সিটির নিরাপত্তা নিশ্চিত করা হবে। জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশের সহায়তায় ওয়ার্ড ভিত্তিক অপরাধ প্রবন জায়গা সমূহ চিহ্নিতকরণ ও সকল ধরনের অপরাধ দমনের কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে।”

সব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল আউয়াল আরও বলেন, “ওয়ার্ড/লেন/গলিভিত্তিক নৈশপ্রহরী ও কমিউনিটি পুলিশের কার্যক্রম ব্যাপকভাবে চালু করা হবে। যেকোন মাজলুম নাগরিককে মোবাইল কোর্টের মাধ্যমে নৈতিক ও আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে সিটির সকল মানুষকে পাশে নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করণের প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, মিডিয়া সমন্বয়নকারী আব্দুল্লাহ আল নোমান, সহ মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ মেরাজ আল সাদীসহ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সংবিধানের সংশোধন-সংস্কার টেকসই করতে গণপরিষদ লাগবে, দাবি এনসিপির

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল প্যানেল

এনসিপি থেকে পদত্যাগ সাবেক ২ সেনা কর্মকর্তার

নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।