
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরী-এর উদ্যোগে ও মেডিপ্লাস ও পালস ডেন্টাল হসপিটালের সহযোগিতায় খুলনা জেলা স্টেডিয়ামে সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল মধুমতি নিউজ। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মুমিমুন নেসা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ধরনের উদ্যোগ শিশু ও সাধারণ মানুষের সুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলদার। তিনি স্বপ্নপূরীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. অনুপম পোদ্দার, খুলনা জেনারেল হাসপাতালের সহকারি রেজিস্টার ডাঃ সুমা নন্দী ও ডাঃ পল্লব সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন, মেডিপ্লাসের এরিয়া সেলস ম্যানেজার মোঃ আব্দুল আওয়াল, সিনিয়র মেডিকেল প্রোমোশন অফিসার ফয়সাল মাহমুদ, রোদেলা রেশমি, মোঃ সাগর, মোঃ রোহান প্রমূখ।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
আয়োজক সংগঠন স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম জানায়, অতীতের মতো ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


