সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত আটটায় মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ও খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। তিনি বলেন, “বর্তমান সরকার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে।” তিনি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। তিনি বলেন, “মাদক এখন সমাজের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতীতের তুলনায় বর্তমানে এর ব্যবহার অনেকগুণে বেড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন মাদকের আগমন সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। নানা রকম আইন প্রয়োগ করেও মাদক নির্মূল করা কঠিন হয়ে যাচ্ছে।” তিনি মাদক নির্মূলে সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার-প্রসারের উপর গুরুত্বারোপ করেন।

অ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান এবং কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মুক্তি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বাতিঘর খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা রাশিদুল হাসান, এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা জোনাল অফিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুস সালাম। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুর থানার ১০ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা

কেসিসি কর্মকর্তার বিতর্কিত বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই : জিয়াউর রহমান পাপুল

সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

খুলনায় জামায়াতের যুব বিভাগের ৪৬ দলীয় ক্রিকেট টর্ণামেন্টের উদ্বোধন

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।