অন্ধত্ব নিবারণ ও প্রতিবন্ধকতা সম্পর্কে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে স্বাস্থ্য সেবা অধিদফতর ও সরকারি-বেসরকারী সেবামুলক প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা প্রদান সহ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স-এর সহযোগিতায় ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এবং মানব কল্যাণ মূলক প্রতিষ্ঠান ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার খুলনা মহানগরীর নূরনগর পানি উন্নয়নবোর্ড মিলনায়তনে সকাল ১০ টায় চক্ষুক্যাম্প উদ্বোধন করা হয়।
ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা শাদমান রাশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় মোঃ ফিরোজ সরকার বলেন, দেশের হৃতদরিদ্র জনগোষ্ঠির কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণে সমাজের বিশালী ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মানবসেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, এধরণের সেবামূলক কাজে
সরকার সবসময়ই পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক- বিএফইউজের যুগ্ম মহাসচিব এহতেশামুল হক শাওন, বাংলাদেশ পানি উন্নয়নবোর্ড্#৩৯;র নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুল আলম ও ব্র্যাক খুলনা জেলা সমন্বয়ক মো: শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স ডিস্ট্রিক কো-অর্ডিনেটর বনফুল চুমকি, দৈনিক দিনকাল খুলনা ব্যুরোপ্রধান সোহরাব হোসেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার খান নাহিদ মুরাদ অনিক, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম টিপু, শহিদুল ইসলাম, শামসুজজামান মুক্তা, বাবুল হোসেন প্রমূখ।
সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ৩৬ জনের ছানি অপারেশন জন্য বাছাই করা হয়েছে। তাদেরকে খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন দ্বারা ছানি অপারেশন করানো হবে। ৫২ জনকে বিনামূল্যে রিডিং গ্লাস প্রদানসহ ২৪৫ জনকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে হতদরিদ্র রোগীদের
উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। বিনা মূল্যে চোখে ছানি অপারেশন করা সুযোগ পাওয়ায় অনেকের চোখে আনন্দ অশ্রæ দেখা যায়।