সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা | চ্যানেল খুলনা

খুলনায় বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা

বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে খুলনা সিএসএস আভাসেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মানুষ ও জীব জগতের অস্তিত্ব রক্ষায় ওজোনস্তরের অবদান অপরিসীম। মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোনস্তর রক্ষার জন্য আন্তর্জাতিক চুক্তি। এই প্রটোকল অনুযায়ী যেসকল গ্যাস ওজোনস্তর ক্ষতি করে সেগুলো আর যেন দেশ আমদানি-রপ্তানি বা ব্যবহার করতে পারবে না।

পরিবেশসম্মত গ্যাস ব্যবহার করতে হবে। তাহলে অতি বেগুনী রশ্মির প্রভাবে মানবদেহের ক্ষতিসহ জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগের প্রকোপ থেকে রক্ষা পাবে। বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের সব কয়টি ধাপ সঠিক সময়ে সঠিকভাবে অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, ওজোনস্তর রক্ষায় ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়েছে। বায়ুমন্ডলে ওজোনস্তরের গুরুত্ব ও তার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ প্রটোকল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ ও বন সংরক্ষক ইমরান আহমেদ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউনেপ কম্পোনেন্টের প্রকল্প পরিচালক মো. জিয়াউল হক এবং প্রকল্প পরামর্শক এম ওবায়দুল্লাহ।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।