সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক নজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ। এ নির্দেশ থেকেই জামায়াতে ইসলামী তার ৪ দফা কর্মসুচির মধ্যে ৩য় দফা কর্মসুচিতে সমাজসেবা কর্মসুচি অন্তর্ভুক্ত রেখেছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অসহায় মানুষের পাশে আমাদের দাড়াতে হবে। নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় শীতবস্ত্র বিতরণককালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সোনাডাঙ্গা থানার আমীর জিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম এর পরিচালনায় ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, থানা কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন কাজল, মুহাদ্দিস শহিদুল ইসলাম ও খান কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড আমীর আবুল কালাম, ২০ নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা শফির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। দেশের মানুষের মৌলিক মানবাধিকার ভুলুন্ঠিত। দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কথা বলার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার ছিল না। বিগত ১৫ বছরে জামায়াতে ইসলামীর ২৫১ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানে মানুষ তাদের সকল অধিকার ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। তাদের এ দেশে আর রাজনীতি করতে দেবে না সাধারণ জনগণ। ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এ জন্য সকলকে সজাক থাকার আহবান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্যের প্রবেশাধিকার ও নীতি বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

দিঘলিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন

তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য

কুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।