
খুলনায় ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে দূর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে রাকিব নামে এক চালক গুরুত্বর জখম হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় মোস্তর মোড়ের রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাকিব চানমারী এলাকার কাঞ্চনের ছেলে।
পুলিশ জানায়, ৩ জন অজ্ঞাত ব্যক্তি খুলনা বিশেষায়িত হাসপাতালের সামনে থেকে কৈয়া বাজারের উদ্দেশ্যে রাকিবের ইজিবাইকে ওঠে। তারা মোস্তর মোড় সংলগ্ন রেল লাইনের কাছে যেয়ে তারা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। তাদের সাথে চালকের ঘস্তাধস্তি হয়। এ সময়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার গলায় ও মুখে মারাত্মক জখম হয়। আহত চালকের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হরিনটানা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, রাকিবের ইজিবাইকে যাত্রী সেজে তিনজন রাতে কৈয়া বাজার যাচ্ছিল। তানিসা প্রপার্টিজের সামনে অন্ধকার স্থানে যেয়ে তার কাছ থেকে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। ধস্তাধস্তিতে ছুরকাঘাতে এ সময় তিনি গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি আশংকামুক্ত।


