খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে সোমবার (১২ মে) ‘Synthetic Biology Enables New Generation Biosensors for Environment and Health’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হওয়ায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির কিউশি চেয়ার প্রফেসর এবং ZJU-HIC Institute of Synthetic Biology College of Chemical and Biological Engineering-এর পরিচালক প্রফেসর বাওজুন ওয়াং এফআরএসসি (Prof. Baojun Wang FRSC)।
সেমিনারে তিনি সিনথেটিক বায়োলজির আধুনিক প্রয়োগ, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বায়োসেন্সর প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এবং চীনের সাম্প্রতিক গবেষণাপত্রের সারাংশ তুলে ধরেন। কীভাবে জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি নতুন প্রজন্মের বায়োসেন্সর প্রযুক্তি পরিবেশগত দূষণ শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম সে বিষয়ে তিনি বিস্তর ব্যাখ্যা করেন।
আন্তর্জাতিকমানের এই সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ। এ সেমিনারে সংশ্লিষ্ট শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থান শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রফেসর ওয়াং-এর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।