সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির চারুকলা স্কুলে সপ্তাহব্যাপী পঞ্চম শিল্পকর্ম প্রদর্শনী শেষ হচ্ছে আজ | চ্যানেল খুলনা

খুবির চারুকলা স্কুলে সপ্তাহব্যাপী পঞ্চম শিল্পকর্ম প্রদর্শনী শেষ হচ্ছে আজ

অনলাইন ডেস্কঃ আজ মঙ্গলবার শেষ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল আয়োজিত সপ্তাহব্যাপী পঞ্চম শিল্পকর্ম প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলায় শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে এই শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
চারুকলা স্কুলের আওতাধীন ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য এ তিনটি ডিসিপ্লিনের ১৭৮ জন শিক্ষার্থীর শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। এই শিল্পকর্ম প্রদর্শনীতে তিন ক্যাটাগরিতে ৩০টি নির্বাচিত শিল্পকর্মের জন্য ৩০ জন শিল্পীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে শিল্পী শশিভূষণ পাল গ্রান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ববিতা আক্তার, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী প্রসেনজিৎ রায় ও ভাস্কর্য ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী বুদ্ধদেব ম-ল। মাধ্যম শ্রেষ্ঠ (মিডিয়া বেস্ট) অ্যাওয়ার্ড পেয়েছেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ¯œাতক শিক্ষার্থী শুভাশিষ বৈরাগী ও মাস্টার্সের শিক্ষার্থী তপু দাস। প্রিন্টমেকিং ডিসিপ্লিনের স্নাতক শিক্ষার্থী তাবাস্সুম ইমু এবং মাস্টার্সের শিক্ষার্থী কেয়া চৌধুরী। ভাস্কর্য ডিসিপ্লিন থেকে নভেরা আহমেদ মেমোরিয়াল মাধ্যম শ্রেষ্ঠ (মিডিয়া বেস্ট) অ্যাওয়ার্ড পেয়েছেন মাস্টার্সের শিক্ষার্থী গৌতম চৌধুরী এবং আব্দুর রাজ্জাক মেমোরিয়াল মাধ্যম শ্রেষ্ঠ (মিডিয়া বেস্ট) অ্যাওয়ার্ড পেয়েছেন ¯œাতক শিক্ষার্থী গোবিন্দ মালাকার। এছাড়া ২১ জন শিক্ষার্থী শ্রেণি শ্রেষ্ঠ (ক্লাস বেস্ট) অ্যাওয়ার্ড পেয়েছেন। গত ৩ জুলাই প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি এই স্কুলের আওতায় একটি নতুন ডিসিপ্লিন অর্গানোগ্রাম ভুক্তির কথা উল্লেখ করে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ডিসিপ্লিনটি হবে গ্রাফিক্স ডিজাইন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী গ্যালারী খোলা রাখা হয়। বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা শহর ও বাইরের বিভিন্ন শ্রেণি পেশার অনেক মানুষ সপরিবারে এই প্রদর্শনী দেখতে ক্যাম্পাসে আসেন বলে জানান আয়োজক কমিটির আহবায়ক ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ শেখ সাদী ভূঁইয়া।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

আ’লীগের শেষ চিহ্ন অবশিষ্ট থাকলে এদেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না

খুলনায় কমিউনিটি ফোরাম প্রকল্পের সূচনা সভা

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

১০ নং ওয়ার্ড যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রীতি সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।