সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে হাতে-কলমে অগ্নি নির্বাপণের কলা-কৌশল শিখলেন শিক্ষার্থীরা | চ্যানেল খুলনা

খুবিতে হাতে-কলমে অগ্নি নির্বাপণের কলা-কৌশল শিখলেন শিক্ষার্থীরা

অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে ইনস্টিটিউটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প-প্রতিষ্ঠান ধবংস হয়। তাই অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ, সচেতনতার মাধ্যমেই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।

তিনি আরও বলেন, পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যোগী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ফায়ার ফাইটিং এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে সংগঠন/ক্লাব প্রতিষ্ঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, অগ্নিকাণ্ড যেকোনা সময় হতে পারে, তাই বিষয়ে সচেতনতা জরুরি বিষয়। এর পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের কলা-কৌশল জানতে পারলে অগ্নি দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মশালা ও মহড়া আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এর আগে সকাল ৯.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘অগ্নি নিরাপত্তা, উচ্ছেদ ও অগ্নি নির্বাপণ মহড়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ সালাউদ্দিন। আরও বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনে অগ্নি নির্বাপণ সংশ্লিষ্ট ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, স্টেশন অফিসার আল আমিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: নাজমুছ সাদাত, লিডার আকতার হোসেন ও ফায়ার ফাইটার আলমগীর হোসেন। এ কর্মশালা ও মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন

সহযোগী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে নীলক্ষেত থেকে ব্যালট ছাপিয়েছে: ঢাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।