সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

খুবিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা। সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ এন্ড টেক সিশন-২’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রাস্তাঘাটে প্লাস্টিক বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট ও প্রকৃতি হুমকির মুখে পড়ছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ব্যবহৃত এসব প্লাস্টিকের বদলে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে। এ কর্মসূচি পালনের মাধ্যমে পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। একেকটা গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। গাছ একদিকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অন্যদিকে আমাদের অক্সিজেন দিচ্ছে। প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা দেওয়া একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। আমি এ ধরনের কর্মসূচিকে স্বাগত জানাই। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

এ সময় প্রফেসর ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ক্লাবের উপদেষ্টা ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ক্লাবের সভাপতি এস এম নুহাশ ইসলাম ও সাধারণ সম্পাদক একরামুল হক এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ‘ট্রান্সফরমেটিভ রিসার্চ’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

মাদক ও র‌্যাগিংকে না বলে শপথ নিলো শিক্ষার্থীরা

জুলাই শহিদদের স্মরণে খুবিতে বৃক্ষরোপণ

নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখর খুবি ক্যাম্পাস

খুবির এইচআরএম ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ওষুধ আবিষ্কার ও উন্নয়নে গবেষণা, নৈতিকতা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্বারোপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।