সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ নির্বাচন কমিশন ও ইউএনডিপির আয়োজনে দিনব্যাপী “See the Truth, Be the Change” শীর্ষক নাগরিক শিক্ষা ও যুব সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক এর সহযোগিতায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, দেশের মোট ভোটারের একটি বড় অংশ এখন নতুন প্রজন্মের তরুণরা। একটি শক্তিশালী ও সঠিক পথে পরিচালিত রাষ্ট্র গঠনে তাদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভুল ও বিভ্রান্তিকর তথ্য একটি জাতিকে বিপথে নিতে পারে, এমনকি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল তথ্যের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।

কর্মশালায় নাগরিক শিক্ষা, তথ্য বিশৃঙ্খলা, বিকৃত ও প্রভাবিত কনটেন্ট শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন টুল এবং দায়িত্বশীল তথ্য শেয়ারের অভ্যাস গড়ে তোলার ওপর একাধিক সেশন পরিচালিত হয়। সেশনগুলো উপস্থাপন করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ মনিরুজ্জামান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র সম্প্রচার সাংবাদিক আহমেদ রেজা। এ ছাড়া কর্মশালায় যুব সংলাপ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ কর্মশালার মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি এবং তথ্য শেয়ার করার আগে যাচাই করার অভ্যাস গড়ে তোলা। ইন্টার‌্যাকটিভ শেখানো পদ্ধতি ও বাস্তব উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সমালোচনামূলক চিন্তা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাসসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

খুলনা ৬ আসনে হাতপাখা প্রতীকরে নর্বিাচন পরচিালনা কমটিরি মতবনিমিয় সভা অনুষ্ঠতি

ফুলতলায় শহীদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনায় মনিরুজ্জামান মন্টু

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

দিশেহারা জাতির কাণ্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।