সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে গঠনতন্ত্র না মানায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ | চ্যানেল খুলনা

খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে গঠনতন্ত্র না মানায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে গঠনতন্ত্র না মেনেই সভাপতি সম্পূর্ণ খামখেয়ালিভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। সাধারণ সভায় নাম মাত্র হিসাব দিয়ে সভা শেষ করেছে সভাপতি মিনহাজুর রহমান উজ্জল। কিন্তু গঠনতন্ত্রের ‘গ’ ধারা মতে, নির্বাচনের ৩০ দিন পূর্বে সাধারণ সভা করতে হবে। ওই দিন নির্বাচনের তারিখ, স্থান ও সময় ঘোষণা দিতে হবে। গঠনতন্ত্রের ‘ঘ’ ধারায় বলা হয়েছে, একই সভাতে তিন সদস্য বিশিষ্ট নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে।
সমিতির সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন বলেন, গত ২৩ জানুয়ারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি উজ্জল শুধু মাত্র সমিতির গুজামিল মার্কা হিসাব দিয়ে তড়িঘড়ি করে সভা ত্যাগ করেন। এ সভায় গঠনতন্ত্র সুস্পষ্ট লংঘন করেছে সভাপতি। এছাড়া সভাপতি গত ১ ফেব্রুয়ারী সমিতির নির্বাহী কমিটির এক সভা আহবান করেন। সভা বয়কট করেন সাধারণ সম্পাদক আল আমিন। তারপরও সাঃ সম্পদকের বিরোধীতার মুখে সভাপতি নির্বাহী কমিটির সভায় নির্বাচনের তারিখ ৩ মার্চ নির্ধারণ করেন। এমন কি তিনি একটি নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তাব দেন। যে কমিটির সভাপতি সরাসরি একটি গ্রুপের পক্ষে কাজ করেন। দু’টি সভায় সভাপতি সমিতির গঠনতন্ত্র লংঘন করে নিজের মত করে নির্বাচনী কাজ করে চলেছে। যা সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সমিতির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, সভাপতি গঠনতন্ত্র ভঙ্গ করে নির্বাচনী কাজ শুরু করেছে। সাধারণ সভায় যা করার নিয়ম ছিল তা তিনি করেননি। তা তিনি নির্বাহী কমিটির সভায় করার চেষ্টা করলে বিরোধীতা করে তিনিসহ কেবিনেটের অনেক নেতাই সভা বয়কট করেন।
সমিতির সভাপতি মিনহাজুর রহমান উজ্জল বলেন, থানা আওয়ামীলীগের গ্রুপিং-এর প্রভাব পড়েছে এ বাজারের নির্বাচনে। সব কিছু মাথায় নিয়েই সাধারণ সভা করা হয়েছে। পরে নির্বাহী কমিটির সভা করা হয়। সভায় নির্বাচনের সম্ভব্য তারিখ ৩ মার্চ ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কেসিসি পরিচালিত মাকের্টে নির্বাচন পরিচালনার দায়িত্ব হচ্ছে স্থানীয় কাউন্সিলরদের। বিগত দিন তারাই সমিতির নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। এবারও তেমনটি আশা করছিলাম। তবে যেহেতু আ’লীগের শ্রদ্ধাভাজন নেতারা আশাবাদী পরিচালনা কমিটিতে থাকতে। তাই কমিটিতে থানা কমিটির সভাপতি একেএম সানা উল্লাহ নান্নু, সাঃ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ মুন্সি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর টোনা ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারকে রাখা হয়েছে। তবে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সমিতির ব্যাপারে ভূলভাল কথা বলছে বলে তিনি জানান। তারা অভিযোগের কোন সত্যতা নেই বেল তিনি দাবি করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।